নোয়াখালীতে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী দিনে পুরস্কার বিতরণ ও উপকারভোগীদের মাঝে চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞার সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন প্রধান অতিথি হিসেবে পুরস্কার ও চেক বিতরণ করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) মো. মোর্তাহীন বিল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক বখতিয়ার শিকদার, সাংবাদিক আকবর হোসেন সোহাগ ও আবু নাছের মঞ্জু প্রমুখ। অনুষ্ঠানে মেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী নার্সারি মালিককে পুরস্কৃত করা হয়। এছাড়া ৫৬ জন উপকারভোগীকে ১৩ লাখ ৫৬ হাজার টাকার চেক দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এমআই