চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অধিক মূল্যে সার বিক্রি করায় বিসিআইসির দুই পরিবেশককে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। বুধবার দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের পরিবেশক নূর মোহাম্মদ ট্রেডার্স এবং কুমারী ইউনিয়নের পরিবেশক জনির উদ্দিন অ্যান্ড ব্রাদার্সকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।
তিনি জানান, কৃষি মন্ত্রণালয় ১ আগস্ট থেকে সারাদেশে সারের দাম বৃদ্ধি করলেও পূর্বের মজুদকৃত সার আগের দামেই বিক্রির নির্দেশনা আছে। বুধবার দুপুরে আলমডাঙ্গার নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত নূর মোহাম্মদ ট্রেডার্স এবং হাফিজ মোড়ে অবস্থিত জনির উদ্দিন অ্যান্ড ব্রাদার্সে অভিযান চালানো হয়। অভিযানে অধিক মূল্যে সার বিক্রির প্রমাণ মেলায় দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়। অভিযানে জনির উদ্দিন অ্যান্ড ব্রাদার্সে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ কীটনাশক মেলায় সেগুলোও জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই