গোপালগঞ্জে সরকারি জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জুয়েল বিশ্বাস (৪২) নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
জুয়েল বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া দক্ষিণ পাড়া গ্রামের এয়ার আলী বিশ্বাসের ছেলে।
আজ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার মিলন সাহা সরকারি জায়গা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে নিজড়া ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি নিজড়া দক্ষিণ পাড়া গ্রামে সরকারি জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ী জুয়েল বিশ্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার মিলন সাহা বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি ড্রেজার মেশিনের পাইপ ধ্বংস করা হয়েছে। পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আবু জাফর