অবশেষে ভালবাসায় সিক্ত হয়ে কলেজে ফিরলেন মীর্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের উপস্থিতিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কর্মস্থলে যোগদান করেন। কর্মস্থলে যোগদানকালে কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক, গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান। এ উপলক্ষ্যে অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি।
বক্তৃতা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও প্রতিনিধি দলের আহবায়ক অধ্যাপক আব্দুস সালাম হাওলাদার, রেজিষ্ট্রার ও প্রতিনিধি দলের সদস্য মোল্যা মাহফুজ আল হাসান, কলেজ মনিটরিং ও মূল্যায়ন শাখার পরিচালক এএসএম রফিকুল আকবর, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মীর্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট অচীন কুমার চক্রবর্ত্তী, মীর্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস, নড়াইল সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সেলিম আহম্মদ, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান, বিছালী ইউপি চেয়ারম্যান মো: হিমায়েত হোসাইন ফারুক প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ