ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর মৃত্যুর এক ঘণ্টা পর স্বামীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার ঘাটুরায় অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রী নাফিজা বেগম (৪৫) মারা যান। এ ঘটনার এক ঘণ্টা পর স্বামী শাহাবুদ্দিন হোসেন (৬০) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।
মৃত শাহাবুদ্দিন হোসেন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দাতিয়ারা গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেনের ছেলে। শাহাবুদ্দিনের ছোট ভাই অ্যাডভোকেট এম এম শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমার ভাবি বেশ কিছুদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তাকে নিয়মিত কিডনি ডায়ালাইসিস করা হতো। আমার ভাইও হৃদরোগে আক্রান্ত ছিলেন। গত এক সপ্তাহ আগে তার হার্টে রিং পরানো হয়। মঙ্গলবার দুপুরের পর ভাবি অসুস্থ হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ডায়ালাইসিস করা হলে বিকেল ৪টার দিকে তিনি মারা যান। ভাবির মৃত্যুর পর আমরা তার লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় বড় ভাইও অসুস্থ হয়ে পড়েন। বিকেল ৫টার দিকে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের দু’জনকেই পৌর এলাকার দক্ষিণ মৌড়াইল কবরস্থানে দাফন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মো. ফারুক মিয়া বলেন, ১ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রী মারা যাওয়া একটি বেদনাদায়ক ঘটনা। তাদের দক্ষিণ মৌড়াইল কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/এমআই