শেরপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নলবাইত গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে মো. শাহজাহান (৫০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো. শাহজাহান নামে এক কৃষক একই গ্রামের গাজী নামে এক ব্যাক্তির কাছ থেকে ২৪ শতক জমি ৭০ হাজার টাকা দিয়ে বন্ধকী নেয়। বুধবার গাজীর ওয়ারিশরা শাহজাহানকে জমিতে যেতে বাধা দেয়। এ সময় শাহজাহানের সাথে গাজীর ওয়ারিশদের বাকবিতন্ডার এক পর্যায়ে শাহজাহানকে বেদম পেটানো হয়। এক পর্যায়ে শাহজাহান মাটিতে লুটিয়ে পড়ে। তাকে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে ডক্তার মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হান্নান মিয়া জানান, আইনি সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম