ভোলায় পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম ও ছাত্রদল সভাপতি নুর আলমের হত্যার প্রতিবাদে নোয়াখালীতে বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদরের সভাপতি আজগর উদ্দিন দুখুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান।
আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, পৌর বিএনপি সভাপতি আবু নাছের, জেলা বিএনপি নেতা ওমর ফারুক টপি, জেলা যুবদল সাধারন সম্পাদক নুরুল আমিন, জেলা কৃষক দলের সভাপতি ফজলে এলাহাী ভিপি পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মোঃ নোমানসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ