৮ আগস্ট, ২০২২ ১৪:১৬

‘বঙ্গমাতা নারী সমাজের প্রেরণার উৎস’

অনলাইন ডেস্ক

‘বঙ্গমাতা নারী সমাজের প্রেরণার উৎস’

বঙ্গমাতার জন্মবার্ষিকীতে আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ করা হয়

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সবসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহস, অনুপ্রেরণা ও শক্তি ছিলেন। বাঙালির প্রতিটি আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে থেকে তিনি তাকে পরামর্শ ও সহযোগিতা করেছেন। মহীয়সী নারী শেখ ফজিলাতুন নেছা মুজিব বাঙালির অহংকার, নারী সমাজের প্রেরণার উৎস।

সোমবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের  ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।

আলোচনা অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন— জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান জয়নুল আবেদীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আর মুঈদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রায়হান কবীর সোহাগ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন প্রমুখ।

আলোচনা অনুষ্ঠানের আগে সকাল সাড়ে ৯টায় বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।   

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর