১১ আগস্ট, ২০২২ ১৭:১৮

ফরিদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির অযুহাতে দেখিয়ে ফরিদপুরে নিত্যপন্যের দাম বাড়িয়ে বিক্রি করার অভিযোগে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে শহরের চকবাজার এলাকায় বিভিন্ন চাউলের দোকান ও মুদি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বোতলজাত সয়াবিন তেলের দাম বেশি রাখায় ও নিত্যপন্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।  চাউল বিক্রির রশিদ না দেয়ার অপরাধে মেসার্স বিশ্বাস টেডার্স, মেসার্স অধিকারী টেডার্স ও মেসার্স বৈদ্যনাথ সাহা এন্ড ব্রাদারর্সকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও লিখিত অভিযোগ নিস্পত্তিতে ২টি হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ। এসময় তাকে সহায়তা করেন কৃষি বিপনন অধিদপ্তরের সিনিয়র বিপনন কর্মকর্তা মো: শাহাদত হোসেন, জেলা স্যানেটারী ইন্সপেক্টর মো: বজলুর রশিদ খান ও জেলা পুলিশের সদস্যরা।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর