১৬ আগস্ট, ২০২২ ০৯:১৯

মুন্সীগঞ্জে জাতীয় শোক দিবস পালন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে জাতীয় শোক দিবস পালন

নানা কর্মসূচির মাধ্য দিয়ে মুন্সীগঞ্জে জাতীয় শোক দিবস পালন করেছে সর্বস্তরের মানুষ। 

দিবসটি উপলক্ষে জেলা শহরের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলার সর্বস্তরের জনগণ।

সকাল ৮টায় পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ও জেলার পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম। এরপর একে একে এতে অংশ নেন জেলা আওয়ামী লীগ ও এর অংগসংগঠন, জেলা বার, প্রেসক্লাব, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

এ ছাড়া জেলা জুড়ে খাবার বিতরণ ও মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। জাতীয় শোক দিবসে মুন্সীগঞ্জ জেলার বিচার বিভাগের আয়োজনে জেলা জজের কনফারেন্স রুমে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোতাহারাত আক্তার ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

এ ছাড়া জেলা পুলিশ লাইন্স মসজিদে ১৫ আগস্টে জাতির জনক ও বঙ্গমাতাসহ সকল শহীদদের জন্য বিশেষ দোয়া শেষে খাবার বিতরণ করেন পুলিশ সুপার আব্দুল মোমেন। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর