শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারতের সহযোগিতা চেয়ে পররাষ্ট্রমন্ত্রী হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে প্রমাণিত হয়েছে আওয়ামী সরকার গণধিকৃত এবং বিদেশি শক্তির ওপর নির্ভর করে ক্ষমতায় টিকে আছে ও থাকতে চায়।
শুক্রবার বিকেলে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা সদরের নতুন বাজারস্থ ঐশী রাইস মিল প্রাঙ্গণে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমরান সালেহ প্রিন্স।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
কর্মী সম্মেলনে এমরান সালেহ বলেন, গণআন্দোলনে শোচনীয় পতনের ভয়ে ভীত হয়ে জনবিচ্ছিন্ন সরকার পাগলের মতো আচরণ করছে। লজ্জা শরমের মাথা খেয়ে টিকে থাকতে বিদেশিদের পা ধরছে।
তিনি বলেন, সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ভাবে ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতা, দুর্নীতি, লুটপাট, অপরিণামদর্শী সিদ্ধান্তে দেশ আজ লণ্ডভণ্ড। লোডশেডিংয়ে মানুষ বিপর্যস্ত। প্রতিটি পণ্যের দাম দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। মানুষের ঘরে ঘরে কান্না।
মন্ত্রীরা আবোল তাবোল বক্তব্য দিয়ে জনগণের সাথে উপহাস করছে। দলকে অধিকতর শক্তিশালী ও সুসংগঠিত করার মাধ্যমে আন্দোলন সফল করার আহবান জানান তিনি।
বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এড. ওয়ারেস আলী মামুন বলেন, আওয়ামী লীগ সরকারের পায়ের নীচে মাটি নাই। সেজন্য তারা বিদেশের করুণা কামনা করছে।
বিএনপির বৈদেশিক কমিটির সদস্য ইয়াসির খান চৌধুরী সাংগঠনিক পুনর্গঠনের কাজ ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে বলেন, সংগঠন ও আন্দোলন একই সাথে চলবে। এর মধ্য দিয়েই যোগ্য নেতৃত্ব বের হয়ে আসবে।
অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম নেতাকর্মীদের প্রতি সংগঠন পুনর্গঠন কাজে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দলকে অধিকতর শক্তিশালী করে গণআন্দোলন জোরদার করতে হবে।
মোতাহার হোসেন তালুকদার বলেন, কমিটিতে ত্যাগী নেতাকর্মীকে মূল্যায়ণ করা হবে। কোন প্রকার হাইব্রিড ও ভুঁইফোড় নেতাদের কমিটিতে জায়গা দেওয়া হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে বিএনপি জনগণকে সাথে নিয়ে এগিয়ে যাবে।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নুরুল হক, জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান লিটন, হাফেজ আজিজুল হক, সৈয়দ এনায়েতুর রহমান, হানিফ মো. শাকের উল্লাহ, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সিদ্দিকুর রহমান, আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, মাসুদ রানা খান, আবদুস সালামসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        