কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এক বখাটের উত্ত্যক্তের কারণে মিস্টি আক্তার (১৬) নামে এক কিশোরী ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। রবিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের পূর্বদেওয়ানের খামার ফেডারেশন গ্রামে ঘটনাটি ঘটে। নিহত কিশোরী ওই গ্রামের মুকুল হোসেনের মেয়ে।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ভুরুঙ্গামারী থানায় ৯ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। নিহত কিশোরীর মরদেহ ময়না তদন্তের জন্য রবিবার দুপুরে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়।
নিহত কিশোরীর স্বজন জানায়, মিস্টি আক্তার একটি একটি দোকানে কাগজের ঠোঙা তৈরীর কাজ করতো। গত ৩-৪দিন পূর্বে পাশের বাড়ীর আছর উদ্দিনের ছেলে জনৈক বখাটে নাঈম সরকার মিস্টি আক্তারের ঘরে ঢুকে তাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য সোহরাব হোসেনকে জানালে তিনি মীমাংসার জন্য সালিশ বৈঠক করেন। কিন্তু বৈঠকে কোন সমাধান না হওয়ায় আইনী পদক্ষেপ নিতে পরামর্শ দেন ওই ইউপি সদস্য। এরপর থেকে নাঈম ও তার পরিবারের লোকজন আইনী পদক্ষেপ না নেওয়ার জন্য মিস্টির পরিবারকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। রবিবার সকালে মিস্টি কাজের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হলে নাঈম ও তার পরিবারের সদস্যরা তাকে গালিগালাজ করতে থাকে এবং লাঠি দিয়ে মারার চেষ্টা করে। এ অপমান সহ্য করতে না পেরে মিস্টি বাড়িতে ঢুকে ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ উঠে। এ ঘটনার পর থেকে নাঈম ও পরিবারের লোকজন মোবাইল বন্ধ করে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে আত্মগোপন করে।
এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় নিহতের মা ৯ জনকে আসামী করে একটি এজাহার দায়ের করেছেন। আসামিদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে।
বিডি প্রতিদিন/এএম