কক্সবাজারের চকরিয়ায় জুয়ার আসরে পুলিশের ধাওয়ায় মাতামুহুরী নদীতে ঝাঁপ দিয়ে শফি আলম (২৬) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নতুন খালের মুখে এ ঘটনা ঘটে। নিখোঁজ শফি আলম ওই এলাকার আবদুস সোবাহান এর ছেলে।
এদিকে নিখোঁজের ১৪ ঘণ্টা অতিবাহিত হলেও শফি আলমের খোঁজ মেলেনি বলে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড মেম্বার এনামুল হক নিশ্চিত করেন।
মাতামুহুরী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, রাত দেড়টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পাই নদীর তীরে ৭-৮ জন জুয়াড়ি জুয়া খেলছিল। এসময় একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পয়ে জুয়াড়িরা পালিয়ে যায়। তাদের মধ্যে ৩ জন মাতামুহুরী নদীতে ঝাঁপ দেয়। দুইজন সাঁতরিয়ে কূলে উঠতে পারলেও শফি আলম নামে এক যুবক নিখোঁজ রয়েছে। এদিকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলেও তিনি জানান।
বিডি প্রতিদিন/হিমেল