১৯৭৫ সালের ১৫ আগস্ট ছিল বাঙালি জাতির কলঙ্কের দিন। ওই দিনের কালো রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে কলঙ্কের অধ্যায়ের জন্ম দেয়া হয়েছিল। বাঙালি জাতিকে পথভ্রষ্ট করার অধ্যায় জন্ম দেয়া হয়েছিল। দীর্ঘদিন পর কলঙ্ক মোচনে বিচার সম্পন্নের পর আসামিদের ফাঁসির রায় হয়।
কয়েকজনের ফাঁসি হলেও এখনো কয়েকজন খুনি অধরা রয়েছে। অবিলম্বে সকল খুনিকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের করার দাবী জানানো হয়। শনিবার বিকালে খোকশাবাড়ী হাসপাতাল চত্বরে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কে.এম. হোসেন আলী হাসান বলেন, শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। কিন্তু ৭৫’র খুনি চক্ররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের ষড়যন্ত্র প্রতিরোধ করে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে কাজ করতে হবে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজলসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আবু জাফর