টাঙ্গাইলের অধিবাসীদের মধ্যে প্রবাসে কর্মরর্ত মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি ও প্রতিবন্ধীদের ভাতার চেক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যাগে চেক বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক শোয়াইব আহমাদ খান। জেলা প্রশাসক আতাউল গণির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাশেদুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম প্রমুখ।
এসময় ৪ জনে প্রতিবন্ধীকে ১২ হাজার টাকা করে এবং এসএসসি ২১ জন ও এইচএসসি’র ১৭ জন শিক্ষার্থীকে ২৭ হাজার ৫শ’ টাকা করে চেক দেয়া হয়।
আলোচনা সভায় বক্তরা বলেন, বিদেশগামী ও প্রবাস ফেরত কর্মীদের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টার স্থাপন করা হয়েছে। এই সেন্টারে বিদেশগামী ও প্রবাস ফেরত কর্মীদের অনেক সুযোগ সুবিধা রয়েছে। যারা প্রবাসে রয়েছে তাদেরকে সরকার বিভিন্নভাবে সহযোগিতা করছে। এমনকি প্রবাসী সন্তানদের লেখাপড়ার জন্যও আর্থিক সহযোগিতাও করছে। প্রবাসীদের যে কোন বিপদে বর্তমান সরকার পাশে রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল