বর্তমান ফ্যাসিস্ট সরকার কর্তৃক তেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য-মূল্যের ঊর্ধ্বগতি এবং ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক ও ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে চাঁদপুর সদর থানা ও পৌর বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। আজ শনিবার বিকালে শহরের চিত্রলেখা মোড়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান বরকত উল্যাহ ভুলু।
তিনি বলেন, বাংলাদেশের জনপ্রিয় নেত্রী হলেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের মানুষ অসহায় অবস্থায় রয়েছে। রাজপথে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার নির্দেশে অসহায় মানুষকে মুক্ত করতে হবে। বাংলাদেশ আর ভারতের সম্পর্ক হলো স্বামী-স্ত্রীর মতো। তা সকলেই জানে। ভারতের কথা ছাড়া বর্তমান সরকার কিছুই করে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন শতাব্দীর শ্রেষ্ঠ মহানায়ক। আমাদের তারুণ্যের অহংকার যেদিন বাংলাদেশ বিমান বন্দরে অবতরণ করবেন সেদিন কেউ আমাদের আটকাতে পারবে না। কুমিল্লা বিভাগ থেকেই সরকার পতন আন্দোলন করা হবে।
পৌর বিএনপি’র সভাপতি আক্তার হোসেন মাঝির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক এড. সেলিম উল্যাহ সেলিম।
থানা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এড. হারুনুর রশিদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আলম বাবু, সদর থানা বিএনপি’র সাবেক সভাপতি শামছুল হক মন্টু, চাঁদপুর সরকারী কলেজের সাবেক জিএস মোশাররফ হোসেন, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির বেপারী, জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা এড. শিরিন সুলতানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, জেলা তাঁতী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ।
সমাবেশের শুরুতে কোরআন তেলাওয়াত করেন থানা বিএনপির কোষাধ্যক্ষ মাওলানা জসিমউদ্দিন।
বিডি প্রতিদিন/আবু জাফর