বগুড়া সারিয়াকান্দিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সারিয়াকান্দি উপজেলা যুবলীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজাউল করিম মন্টু।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহম্মেদের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আলীগের সাবেক সহ সভাপতি মমতাজুর রহমান মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনূর বেগম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ফারাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র মতিউর রহমান মতি, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম মুনু, যুবলীগ নেতা শাহাদৎ হোসেন, যুবনেতা আব্দুল হান্নান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, ছাত্রনেতা গোলাম রব্বানী প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম