রংপুরের কাউনিয়া উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তারিক হোসেন এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, রংপুরের কাউনিয়া উপজেলার বাজেমসকুর গ্রামের আক্কাছ আলীর ছেলে আমিনুল ইসলাম বাবুল ঢ্কাায় একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে কাজ করত। সেখানে আম্বিয়া খাতুন ওরফে লতার সাথে তার পরিচয় হয়। পরে তারা বিয়ে করেন। কিছুদিন ঘর সংসার করার পর আসামী বাবুল তার স্ত্রীকে না জানিয়ে গোপনে রংপুরে তার বাড়িতে চলে আসে। এরপর ২০১৬ সালের ২৫ জুলাই বাবুলের স্ত্রী লতা স্বামীর খোঁজে রংপুরে তার বাসায় আসে। এখানে এসে দেখতে পান তার স্বামী বাবুল আগের একজন স্ত্রী ও সন্তান আছে।
তারপরেও স্বামীর বাড়িতে অবস্থান করার একদিন আম্বিয়া খাতুন লতাকে রাতে তার স্বামী ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ এসে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে। এ ঘটনায় ঢাকা থেকে রংপুরে এসে নিহত লতার ভাই মোশারফ হোসেন বাদী হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ২৩ জন সাক্ষীর সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আসামী আমিনুল ইসলাম বাবুলকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
অতিরিক্ত পিপি নয়নুর রহমান টফি এ্যাডভোকেট তিনি জানান, বাদী পক্ষ ন্যায় বিচার পেয়েছেন।
আসামীপক্ষের আইনজীবী আবুল হোসেন জানান, তার মক্কেল ন্যায় বিচার পায়নি, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
বিডি প্রতিদিন/এএ