মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এফিলিয়েটেড শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের উদ্যোগে শহরের একটি অডিটোরিয়ামে এই হার্ট ক্যাম্পটির আয়োজন করা হয়।
এদিন সকালে ঢাকা থেকে মুঠোফোনে যুক্ত হয়ে ক্যাম্পটির উদ্বোধন করেন উপাধ্যক্ষ ড. মো আব্দুস শহীদ এমপি। ক্যাম্পে ১০০ টাকা বিনিময়ে শতাধিক রোগীকে ইসিজি, ডায়াবেটিস পরীক্ষা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। ঢাকা থেকে এসে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের এই চিকিৎসা সেবা প্রদান করেন।
শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ডা. হরিপদ রায় জানান, ‘রোগীদের মধ্য তিনজন শিশু ছিল। প্রয়োজনে ওই তিন শিশুর অপারেশন আমরা করিয়ে দেব। আমরা প্রতিমাসেই স্বল্পমূল্যে এই হার্ট ক্যাম্পের আয়োজন করবো।’
বিডি প্রতিদিন/আবু জাফর