নোয়াখালীর হাতিয়া উপজেলায় মঙ্গলবার বিকেলে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-৬ হাতিয়ার সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম। এদিকে হাতিয়া-জাহাজমারা সড়কে বিভিন্ন স্থানে গাছ ফেলে বিঘ্ন সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে।
সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের প্রধান সহকারী নুরুল আফছার জানান, বিএনপির সমাবেশ বানচাল করার জন্য প্রশাসনের সহযোগীতায় আওয়ামী লীগের লোকজন সড়কে গাছ ফেলে বিঘ্ন সৃষ্টি করে। এতে সাধারণ মানুষ আসতে সমস্যা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতারা এই অভিযোগ অস্বীকার করেন। দীর্ঘদিন পর সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের বাসবভনে সামনে হাতিয়ায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপির সদস্য খন্দকার আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন হাতিয়া উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো, সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ প্রমুখ।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান, বন বিভাগের গাছগুলো টেন্ডার হয়েছে এবং ঠিকাদাররা গাছগুলো রাস্তায় কেটে রেখেছে। তবে আওয়ামী লীগের লোকজন নয়। এই ব্যাপারে জানতে চাইলে নোয়াখালী বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ ফরিদ মিয়া জানান, যেহেতু টেন্ডার হয়েছে। আগে থেকে গাছগুলো কাটা হচ্ছে। অন্য কোন বিষয় নহে।
বিডি প্রতিদিন/এএ