গাজীপুরের শ্রীপুরে বরমী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭-তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুর একটায় ভিটি পাড়া কে এস কে উচ্চ বিদ্যালয় মাঠে বরমী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়। বরমী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলী আমজাদ পন্ডিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হারুনুর আর রশীদ খন্দকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. শামসুল আলম প্রধান, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. শাফিউদ্দিন মোড়ল, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. শেখ আব্দুল লতিফ, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদপ্তর সম্পাদক মো. আতিকুর রহমান জুয়েল, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির হিমু, বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. হারুন আর রশিদ ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহমেদ মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন উজ্জ্বল প্রমুখ। এসময় আরো বক্তব্য রাখেন শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরে আলম মোল্লা, গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. সুলতান সিরাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের যে সকল সদস্য শাহাদাৎ বরন করেছেন তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল