নোয়াখালীতে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে “বাংলাদেশ তত্ত্ব ও বঙ্গবন্ধু নির্মাণ প্রক্রিয়া ও ভবিষ্যৎ” আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মাইজদী বিআরডিবি হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ নোয়াখালী জেলা শাখার সভাপতি ডাঃ শাহাদাৎ হোসেন রোমেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আহবায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আনম চৌধুরী সেলিম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ এন্ড লিবারেশন ওয়ার স্টাডিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. দিব্যদ্যুতি সরকার। এছাড়া আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ড. আবদুল্ল্যাহ আল মামুন।
বিডি প্রতিদিন/এএ