ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় জয়নগর এলাকায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
প্রধান বক্তা ছিলেন কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শাহ মো: আবু জাফর, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, যুগ্ম আহবায়ক আজম খান, বিএনপির নেতা শামসুদ্দিন আহমেদ ঝুনু, শাহাবুদ্দিন আহমেদ সতেজ, যুবদলের সভাপতি রাজিব হোসেন।
বোয়ালমারী উপজেলা কৃষকদলের সভাপতি দেলোয়ার হোসেন হেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভার আয়োজক ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম।
সভা শেষে এক হাজার প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে এক কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম