পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ফের ভেসে এসেছে একটি মৃত ডলফিন। মঙ্গলবার শেষ বিকালে এটিকে জিরো পয়েন্ট থেকে ৩ কিলোমিটার পূর্বে ঝাউবন সংলগ্ন সৈকতে দেখতে পায়। প্রায় ৭ফুট লম্বা মৃত ডলফিনটির শরীরে পচন ধরায় দ্রুত মাটি চাপা দেওয়া হয়েছে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সূত্রে জানা গেছে, ডলফিনটি বেশ কয়েকদিন আগে সাগরে মারা গেছে। জোয়ারের সময় ঢেউয়ের তোড়ে তীরে এসে বালুচরে আটকে যায়। পেটের একটি অংশ ফেটে গেছে এবং একটি কানের মাথা কাটা রয়েছে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, এটি কি কারণে মারা গেছে বিষয়টি তাঁর কাছে স্পষ্ট নয়। এর আগে চলতি বছর এ পর্যন্ত ১৫টি জীবিত ও মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে দেখা গেছে।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ডলফিনটি মাটি চাপা দেওয়া হয়েছে। তবে তাদের একটি টিম সার্বক্ষণিক বিচে কাজ করছে।
বিডি প্রতিদিন/নাজমুল