স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাগজপত্র ছাড়া পরিচালিত ৫ টি হাসপাতালে অভিযান পরিচালনা করেছে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ। এসময় কোনো প্রকার কাগজপত্র না থাকায় ৩ টি হাসপাতালকে সিলগালা করে দেওয়া হয়। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আইভি ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আইভি ফেরদৌস জানান, উপজেলার হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারগুলোর কাগজপত্রের বৈধতা যাচাইয়ের জন্য স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশনা প্রদান করেন। সেই নির্দেশনা অনুযায়ী উপজেলার সদর ইউনিয়নের হাবিব নগর এলাকার ইডেন হেলথ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টার ও হাসপাতাল, নিউ মর্ডান ডায়াগনষ্টিক সেন্টার এন্ড হাসপাতাল, বেলদী ডায়াগনষ্টিক সেন্টারের কোনো প্রকার কাগজপত্র না থাকায় এ তিনটি হাসপাতালকে সিলগালা করা হয়। পরে রূপগঞ্জ এলাকার মায়ার ছায়া হাসপাতালের কিছু কাগজপত্র না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষকে ৪৮ ঘন্টার অল্টিমেটাম দেওয়া হয়। পরে ভুলতা এলাকার গাউছিয়া ডায়াগনষ্টিক সেন্টারের ভেতরে কাউকে না পাওয়ায় হাসপাতালটিকে বন্ধ করে দেওয়া হয়। এ অভিযান আরো অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/হিমেল