গভীর বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ধরে ভাসতে থাকা ১৯ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধারকৃত জেলেদের খাদ্য ও প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামের ট্রলার মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের সবার বাড়ি চট্টগ্রাম এলাকায়।
কোস্টগার্ড সদর দপ্তরের কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি মঙ্গলবার রাতে জানান, চট্টগ্রামের কালুরঘাট থেকে গত শনিবার এমভি কমলা নামের একটি ফিশিং ট্রলার গভীর বঙ্গোপসাগরে মাছ ধরাতে যায়। ওইদিন থেকেই ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীন ভাবে সমুদ্রে ভাসতে থাকে ফিশিং ট্রলারটি। এরপর মঙ্গলবার দুপুর ১টার দিকে বিকল ওই ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের মধ্যে চলে আসলে জেলেরা তখন জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল করেন। সেই কলের প্রেক্ষিতে কোস্টগার্ড পূর্ব জোনের কুতুবদিয়া জাহাজের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল সাজ্জাদের নেতৃত্বে জাহাজটি দ্রুত ওই এলাকায় উদ্ধার অভিযানে নামে। মঙ্গলবার বিকেল তিনটার দিকে কোস্টগার্ড ফিশিং ট্রলারসহ ১৯ জন জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। এরপর তাদেরকে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করে কোস্টগার্ডের জাহাজ কুতুবদিয়া। পরে বিকেল ৫টার দিকে ফিশিং ট্রলারের মালিকের সাথে যোগাযোগ করে জেলেদেরকে চট্টগ্রামের ট্রলার মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল