ঢাকার ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ উত্তর পশ্চিমপাড়া এলাকায় একটি গর্তে মিলল দুই শিশুর লাশ। তারা স্কুল ও মাদরাসায় পড়ালেখা করত বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, শরীবাগ গ্রামের রুবেল মিয়ার ছেলে রাজু (৮) ও হাবিবুর রহমানের ছেলে রিয়াজুল (৭)। তারা দু’জনে শরীফবাগ কবরস্থানের পাশে মঙ্গলবার বিকালে খেলতে যায়। সন্ধ্যায়ও তারা বাড়ি না ফিরলে পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে। অনেক রাতে সেখানকার একটি গর্তে তাদের লাশ পাওয়া যায়।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম