কুমিল্লার দাউদকান্দি উপজেলার কলাকোপা এলাকা থেকে যুবকের তিন খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে কলাকোপা গ্রামের গভীর জঙ্গল থেকে তিন ভাগে বিচ্ছিন্ন পা-মাথা-হাতের অংশ উদ্ধার করা হলেও তার শরীরের মাঝের অংশ পাওয়া যায়নি।
জানা গেছে, উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র সাগর (১৮) নয়দিন আগে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়।
দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, যুবকের খণ্ডিত লাশ উদ্ধার করে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত কাউকে এখনও গ্রেফতার না হলেও পুলিশ নিশ্চিত হতে পেরেছে কারা এ ঘটনার সাথে জড়িত। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।
সাগরের বাবা আব্দুর রহমান বলেন, কে বা কারা আমার ছেলেকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেওয়ার পর সে আর বাড়ি ফিরে আসেনি।
বিডি প্রতিদিন/কালাম