নেত্রকোনার মোহনগঞের পেকলির হাওরে বজ্রপাতে আমিনুল ইসলাম (৩৪) নামে এক জেলে মারা গেছেন।
বুধবার দুপুরে উপজেলার জৈনপুরের হরিপুর গ্রামের পেকলির হাওরে এ ঘটনা ঘটে।
আমিনুল ইসলাম মোহনগঞ্জের হরিপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
জানা যায়, হরিপুর গ্রামের পেকলির হাওরে বিলের মাছ সংরক্ষণের জন্য অভয়ারণ্য মেরামত (কাটা) দিতে গেলে বজ্রপাত পড়ে আহত হন। পরে এলাকবাসী উদ্ধার করে পার্শ্ববর্তী সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) মো. মোশতানির বিল্লাহ সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন