জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে গোয়ালন্দ ছাত্রলীগের সাবেক সভাপতি এ বি এম বাতেনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের অংশগ্রহণে এই শোক র্যালি অনুষ্ঠিত হয়।
জানা যায়, সকালে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে কর্মী সমর্থকেরা গোয়ালন্দ মঠ মন্দির চত্বরে এসে জমায়েত হয়। পরে সেখান থেকে বেলা ১১টায় একটি শোক র্যালি বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের জামতলা এলাকা প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিতে কয়েক হাজার ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিডি প্রতিদিন/এএ