ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুুকুরের পানিতে ডুবে আলেয়া আক্তার (৪) ও জান্নাত আক্তার (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের খেওড়া গ্রামে এ ঘটনা ঘটে। আলেয়া ওই গ্রামের রবিন মিয়ার মেয়ে ও জান্নাত রাজীব মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, বাড়ির সদস্যরা নতুন ঘর নির্মাণ নিয়ে ব্যস্ত থাকায় তাদের অজান্তে আলেয়া ও জান্নাত গোসল করতে বাড়ির পাশে পুকুরে নামে। একপর্যায়ে তারা দুজনই একসঙ্গে পানিতে ডুবে মারা যায়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহিউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।
বিডি প্রতিদিন/এমআই