কক্সবাজারের টেকনাফে সৈয়দ হোসাইন (৩৪) নামে এক ব্যক্তিকে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। আটক ব্যক্তি হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ৩ নং ওর্য়াড উনচিপ্রাং এলাকার কামাল হোসাইনের ছেলে।
বুধবার সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কের টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল এলাকার সড়ক থেকে তাকে ইয়াবা আটক করা হয়। টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম