বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণের লক্ষ্যে গৃহীত প্রকল্পের আওতায় ‘২০২২-২৩ অর্থ বছরের প্রণীত কর্মপরিকল্পনা নেত্রকোনা জেলায় বাস্তবায়ন কৌশল নির্ধারণ’ শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ আগস্ট) নেত্রকোনা শহরের নাগড়া এলাকায় আয়েশা কমিউনিটি সেন্টারে এই কর্মশালার আয়োজন করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় কর্মশালায় জেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিসহ কৃষি কর্মকর্তা ও মাঠকর্মীগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আশরাফ উদ্দিন, ময়মনসিংহ অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের উপ পরিচালক কৃষিবিদ সালমা আক্তার, নেত্রকোনা খামারবাড়ির জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ শাহজাহান সিরাজ ও ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান।
কর্মশালায় উপস্থিত বক্তারা বলেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে স্থায়ী ও মৌসুমী পতিত জমি চাষের আওতায় এনে প্রকল্প এলাকার শস্যের গড় নিবিড়তা ২০৮% থেকে ২১০% বৃদ্ধি, বিদ্যমান শস্য বিন্যাসে বিভিন্ন ফসল (উচ্চমূল্যের এবং স্বল্প পানি চাহিদার ফসলসহ) আবাদের মাধ্যমে বহুমুখী শস্য আবাদ এলাকা ১২,৮৯,৬৯৪ হেক্টর থেকে ১৩,১৫,৪৮২ হেক্টর বৃদ্ধি, নার্স সিস্টেম থেকে উদ্ভাবিত প্রমাণিত কৃষি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ৮০% হতে ৮২% উৎপাদনশীলতা বৃদ্ধি ও আয়বর্ধক কার্যক্রমে ৩০% থেকে নূন্যতম ৩২% মহিলাদের (বিশেষ করে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী মহিলাদের) সম্পৃক্ততার মাধ্যমে নারীর ক্ষমতায়ন সম্ভব হবে।
বিডি প্রতিদিন/ফারজানা