বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়ন টিমের প্রথম সভা বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও এপিএ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এম. ময়নুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
এপিএ বাস্তবায়ন টিমের সদস্য পরিচালক (গবেষণা) প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম, পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান, সহযোগী পরিচালক (ছাত্র কল্যাণ) ড. মোহাম্মদ আলী জিন্নাহসহ টিমের সম্মানিত সকল সদস্য এবং এপিএ’র আওতাধীন ইনোভেশন টিম, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, সেবা প্রদান প্রতিশ্রুতি পরিবীক্ষণ ও তথ্য অধিকার বিষয়ক বার্ষিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটির ফোকাল পয়েন্ট ও বিকল্প ফেকাল পয়েন্টগণ সভায় অংশগ্রহণ করেন।
সভায় ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কমিটিসমূহের খসড়া বার্ষিক কর্মপরিকল্পনা সংশোধনপূর্বক অনুমোদন করা হয়।
বিডি প্রতিদিন/এএম