কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণ ও বিদায়ী চেয়ারম্যানকে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মাল্টিপারপাস হলরুমে বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন নতুন চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার ও বিদায়ী চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফোরকান আহমদ।
আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য জাফর আলম, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মো. আবু তাহের ও চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা।
বিডি প্রতিদিন/এমআই