ইরানকে ২০১৫ সালের পরমাণু চুক্তিতে আনতে অগ্রপথিকের ভূমিকা রেখে চলেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। তবে সোমবার ইরানের চুক্তিতে ফেরা নিয়ে তিনি হতাশা প্রকাশ করেছেন।
জোসেপ বোরেল বলেছেন, সাম্প্রতিক সময়ে যে বাক্য বিনিময় হয়েছে (ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে) তাতে তিনি খুব বেশি আশাবাদী হতে পারছেন না। ইইউ’র এই অন্যতম শীর্ষ কর্মকর্তা বলেন, আমাদের করা খসড়ার ইরান দুর্বল জবাব দিয়েছে।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের খসড়ার জবাবে ইরান আরও কিছু দাবি জানিয়েছে। তেহরান একইসঙ্গে যুক্তরাষ্ট্রকে আরও নমনীয় হতে আহ্বান জানিয়ে চিঠি দেয়। জবাবে যুক্তরাষ্ট্র বলেছে– চুক্তিতে ফিরতে চাইলে এটা সহায়তা করবে না। অর্থাৎ ইরানের অতিরিক্ত দাবি মানা সম্ভব নয়।
এরপর জোসেপ বোরেল এই হতাশা প্রকাশ করলেন। সূত্র: আল আরাবিয়া
বিডিপ্রতিদিন/কবিরুল