কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা কৃষক দল এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।
দুপুর সাড়ে ১২ টায় শহরের পুরাতন বাস স্টেশন থেকে কৃষক দলের নেতাকর্মীরা শহরে একটি প্রতিবাদ মিছিল বের করেন।
মিছিল নিয়ে তারা ট্রাফিক পয়েন্টের দিকে যেতে চাইলে কালিবাড়ি মোড়ে বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে সেখানে প্রতিবাদ সভা করেন তারা।
কৃষক দল নেতা হাজী আকুল আলীর সভাপতিত্বে ও সিরাজুল ইসলামের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন
কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক।
আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মো. ফুল মিয়া, যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ শান্ত, বিএনপি নেতা ভাস্কর রায়, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেন, যুবদল নেতা কামরুল হাসান রাজু, তোফাজ্জল হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন