অস্ত্রের মহড়া ও একাধিকবার হামলার ঘটনায় আলোচিত কুমিল্লা শহরতলীর ধর্মপুর থেকে মো. মাসুদুর রহমান (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব। তার থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মো. সাকিব হোসেন।
তিনি জানান, মাসুদুর রহমান কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তাকে সোমবার অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
প্রাথমিক অনুসন্ধান ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এমন চিহ্নিত ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ২১ আগস্ট কুমিল্লা শহরতলীর ধর্মপুরে ক্ষমতাসীন দলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্রের মহড়া, গুলিবর্ষণ ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এই নিয়ে কয়েকদিন ধরে হামলার ঘটনা ঘটে। আদর্শ সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের সদস্য আবদুল হান্নান সোহেল ও ৩ নং ওয়ার্ড সদস্য ফখরুল ইসলাম রুবেলের গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এই ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/ফারজানা