চাঁপাইনবাবগঞ্জ শহরে বখাটেদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় স্কুল-কলেজগামী ছাত্রীসহ পথচারী নারীরা বিব্রতকর অবস্থায় পড়ছেন।
অভিযোগ রয়েছে, সকালে স্কুল শুরু এবং দুপুর ও বিকেলে শেষের সময় ছাড়াও বিকেলে কোচিং করতে যাওয়ার সময় স্কুল-কলেজগামী ছাত্রীসহ পথচারী নারীদের বখাটেরা ইভটিজিং করে। এতে করে স্কুল-কলেজগামী ছাত্রীসহ পথচারী নারীরা বেকায়দায় পড়ছেন। এদিকে বখাটেদের পোষাক-পরিচ্ছদ ও চুলের ডিজাউন দেখে সাধারণ মানুষও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।
অনেক ছাত্রী ও নারী অভিযোগ করে জানান, স্কুল-কলেজ শুরু ও ছুটির সময় বখাটেরা শহরের গার্লস স্কুলের সামনেসহ হরিমোহন গাবতলা মোড়ে, সোনালী ব্যাংক প্রধান শাখার সামনে, কাঁল বাগিচার গলিতে, কলেজ মোড়ে, মহিলা কলেজের রাস্তায়, গোয়ালপাড়ায়, হাসিনা গার্লস স্কুলের সামনে ও আজাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের আশপাশে অবস্থান নিয়ে ছাত্রীদের উত্যক্ত করছে। এমনকি ওই সময় চালচালকারী নারী পথচারীদের উদ্দেশ্যেও অশালীন কথাবার্তা বলে বিব্রতকর অবস্থায় মধ্যে ফেলে দিচ্ছে। স্কুল-কলেজের সময় শহরে পুলিশের তৎপরতা বাড়ালে এই বখাটেদের হাত থেকে নারীরা কিছুটা হলেও রক্ষা পাবে বলে মনে করছেন শহরবাসী।
এ ব্যাপারে সদ্য যোগদানকৃত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আলমগীর জাহান জানান, তিনি মাত্র যোগদান করেছেন তবে বিষয়টি মাথায় রেখে শহরে পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হবে, এছাড়া শহরে শান্তি বজায় রাখতে কাজ করবে পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল