অতিবর্ষণে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার তিতাস নদীর ওপর অরুয়াইল-পাকশিমুল ব্রিজের পূর্ব পাশের গোড়ার মাটি সরে গর্ত সৃষ্টি হয়েছে। এতে আতঙ্কে রয়েছে এ পথে প্রতিদিন চলাচল করা শত শত মানুষ ও ছোট-বড় যানবাহন চালকরা। মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় অরুয়াইল-পাকশিমুল ব্রিজের পাকশিমুল বাজার সংলগ্ন ব্রিজের পূর্বপাড়ের গোড়ার মাটি সরে গিয়ে সুরঙ্গের সৃষ্টি হয়েছে। সুরঙ্গের মধ্যে তাকালে শুধু অন্ধকার দেখা যায়। মাটি দেখা যায় না। বৃষ্টির পানি ওই সুরঙ্গ পথে নামার কারণে রাস্তাটি ভাঙতে ভাঙতে প্রায় এক তৃতীয়াংশে গিয়ে ঠেকেছে।
রাস্তার ভাঙা অংশে আগাছা জন্মানোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অতিবর্ষণের ফলে ব্রিজের গোড়া হঠাৎ ধসে গিয়ে ব্রিজের নীচে নোঙর করা নৌকাগুলো তলিয়ে যেতে পারে।
পাকশিমুল এলাকার বাসিন্দা ও পাকশিমুল ইউনিয়ন পরিষদের সদস্য ছাইদুল হক বলেন, রাতে অন্ধকারে অপরিচিত কেউ বাইক বা অন্য কোন যানবাহনে যাতায়াত করতে গেলেই দুর্ঘটনার শিকার হয়। ব্রিজের পাশের গর্তটি জরুরি ভিত্তিতে সংস্কারের ব্যবস্থা করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।
উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুর রহিম মিয়া বলেন, সুরঙ্গের ব্যাপারে কিছুই জানি না। আপনার কাছ থেকে শুনলাম। আমি সরেজমিনে যাবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল বলেন, আমি এখনই উপজেলা প্রকৌশলীর কার্যালয়কে (এলজিইডি) ব্যবস্থা নিতে বলছি।
বিডি প্রতিদিন/হিমেল