নেত্রকোনায় অবৈধভাবে সার মজুদ রেখে বেশি দামে বিক্রির অভিযোগে এক সারের ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ওই ডিলারের সার সঠিক দামে কৃষকদের মাঝে বিক্রির জন্য স্থানীয় কাউন্সিলরকে নির্দেশ দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে শহরের পৌর এলাকার রাজুরবাজারস্থ ওই ডিলারের গুদামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ওই ডিলারের শুধু নন ইউরিয়া সার বিক্রির অনুমোদন রয়েছে। কিন্তু তিনি ইউরিয়া সারসহ বিক্রি করছেন। এছাড়া এমওপি সার সাড়ে সাতশ টাকায় কিনে ১৫০০ টাকায় বিক্রি করছিলেন। সেই সাথে আগের দামে কেনা ইউরিয়া মজুদ রেখে এখন বর্তমান দাম ১১০০ টকায় বিক্রি করছেন।
আমরা খবর পেয়ে তার গোডাউনে অভিযান চালিয়ে প্রমাণ পাওয়ায় তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছি। সেইসাথে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে প্রতি কৃষকের কাছে সারগুলো ৮০০ টাকায় বিক্রি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই