টাঙ্গাইলের সখীপুরে পরিবেশ বান্ধব বৃক্ষরোপণ প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। মঙ্গলবার বিকেলে উপজেলার বেড়বাড়ী কবি নজরুল পার্ক মিলনায়নে এ প্রকল্পের উদ্ধোধন ঘোষণা করা হয়। বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের সহযোগিতায় প্রোগ্রাম ম্যানেজার ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামানের সভাপতিত্বে প্রফেসর আলীম মাহমুদ, আবৃত্তিকার টিটু মুন্সি প্রমুখ।
এসময় এই নজরুল পার্কের ভিতরে গর্জন গাছ লাগিয়ে বৃক্ষ রোপন প্রকল্পের শুভ উদ্ধোধন করা হয়েছে। এ প্রকল্পের আওতায় এই নজরুল পার্কে দুই শত এবং সারা বাংলাদেশে দুই কোটি বৃক্ষরোপন করা হবে।
বিডি প্রতিদিন/এএ