ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ফুলপুর উপজেলা শাখার সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৫টায় সানাই কমিউনিটি সেন্টারে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দ।
এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ আলী, ফুলপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এমদাদ হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ সরকার ও এনামুল হক বাবুল, ফুলপুর পৌর কৃষকদলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক প্রমুখ। সভা সঞ্চালনায় ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. খলিলুর রহমান তালুকদার। এসময় কৃষক দলের উপজেলা কমিটি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ