রংপুরের বদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে জুই মনি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। জুই বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের সন্তোষপুর চারানীপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে জুই বাড়ির উঠানে খেলা করছিলো। এরই এক পর্যায়ে উঠানের পাশে পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। মেয়ের লাশ দেখে জুইয়ের মা নাজনীন নাহার চিৎকার করলে প্রতিবেশীরা এসে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, বাড়ির সদস্যরা অন্য কাজে ব্যস্ত থাকার কারণে জুই খেলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ডুবে মারা গেছে। কারো কোন অভিযোগ না থাকায় পরিবারের সদস্যদের লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম