জামালপুরে মেয়ের গলা কাটা লাশ উদ্ধারের পরের দিন খাল থেকে নিখোঁজ মায়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের জামিরা বড়ইতাড় এলাকার একটি খালে জোসনা বেগমের লাশ উদ্ধার করা হয়। নিহত জোসনা বেগম সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বাদামবাড়ী গ্রামের কামাল মিয়ার স্ত্রী।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ্ নেওয়াজ জানান, গত রবিবার সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের কুমারিয়া এলাকার একটি বাঁশঝাড় থেকে কাজলি আক্তার ময়নার গলা কাটা লাশ উদ্ধার করা হয়। কিন্তু ঘটনার পর থেকে নিহতের মা জোসনা বেগম নিখোঁজ ছিল, কোথাও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের জামিরা বড়ইতাড় এলাকার একটি খালে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত কাজলির মায়ের অর্ধগরিত লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় শামীম হাসান ও মামুন মিয়া নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে, বাকী আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় কাজলি আক্তার ময়না ও তার মা জোসনা বেগম রানাগাছা ইউনিয়নের বাদামবাড়ী গ্রামের নিজ বাড়ী থেকে পার্শ্ববতী বাঁশচড়া ইউনিয়নের জামিরা এলাকার মেহেদী হাসান নিপুনের বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ী ফিরেনি। পরের দিন সকালে মেয়ের লাশ পাওয়া গেলেও মা নিখোঁজ ছিল।
বিডি প্রতিদিন/এএম