অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স না থাকায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চারটি হোটেল ও ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন শহরের বিভিন্ন হোটেলগুলোতে ও ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেন।
শহরের পশ্চিম বাজার এলাকায় কিসমত হোটেলকে ৫০০ টাকা, পূর্ববাজার এলাকার জমজম হোটেলকে ৫০০ টাকা, কাচারী পুকুর পাড়ে চাইনিজ রেস্টুরেন্টে ব্যাচেলর পয়েন্টে ১ হাজার টাকা ও পূর্ববাজারে সোহরাবের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা সারমিন বলেন, বাইরে চাকচিক্য সাজিয়ে ভেতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করা হয়। এমন খবরের ভিত্তিতে তিনটি হোটেল ও ট্রেড লাইসেন্স না থাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এছাড়া আরো বেশকিছু হোটেলকে সতর্ক করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই