ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার তিলাচাঁদপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা (ত্রিরমনি দাসপাড়া) গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে র্যাব-৬।
র্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারের কালীগঞ্জ বালিয়াডাঙ্গা গ্রামে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। এ সময় র্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত জামিল সরদারের ছেলে মোঃ নূর রহমান বাচ্চু (৩৮) ও একই উপজেলার গোপিনাথপুর গ্রামের শ্রী হারান কুমার দাশের ছেলে শ্রী স্বপন কুমার দাশকে(৩৭) আটক করে।
সেসময় আটককৃতদের কাছ থেকে অবৈধ মাদক দ্রব্য ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল এবং ৪টি সিম কার্ডসহ উদ্ধার করে। সন্ধ্যায় জব্দকৃত আলামত ও আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ