হেপাটোলজিতে সাম্প্রতিক অগগ্রতি বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল হসপিটাল মিলনায়তনে হেপাটোলজি বিভাগের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির সাবেক চেয়ারম্যান প্রফেসর ডাক্তার মামুন আল মাহতাব। এ সময় হেপাটাইটিস-বি সহ হেপাটোলোজি বিষয়ে দেশে চিকিৎসার অগ্রগতির নানা দিক তুলে ধরে বিস্তর আলোচনা করেন তিনি।
এতে প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট ডাক্তার মো. মমতাজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ ডাক্তার আমিনুর রহমান, প্রতিষ্ঠানের হেপাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আহসান হাবিব খান। এ সময় প্রতিষ্ঠানের পরিচালক সাইমন সাইনান, ডাক্তার নওশীন নাওয়ারসহ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের সকল বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকসহ ইন্টার্ন চিকিৎসকরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এমআই