খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী মঙ্গলবার ঝিনাইদহের কোটচাঁদপুর বলুহর কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি পরিদর্শন করেন। তিনি হ্যাচারির পুকুর ও রেণু উৎপাদনের কারখানা ঘুরে ঘুরে দেখেন।
এ সময় ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম, কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেচ্ছা মিকি, উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন, হ্যাচারি ম্যানেজার মো. আশরাফ-উল-ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়, মডেল থানার ওসি মঈন উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার ও বলুহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার হ্যাচারির মধ্যে গড়ে তোলা চীন থেকে আমদানিকৃত সিলবার, ব্রিগ-হেড ও গ্রাসকার্পের রেণু ও ভিয়েতনামের পাঙ্গাশ, কালি বাউস, সুবর্ণ রুই মাছ ও ব্রুড মাছের বংশ বিস্তার প্রক্রিয়া দেখে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় তিনি বলেন, দেশের মৎস্য সম্পদ উন্নয়ন ও বৃদ্ধির লক্ষ্যে সরকার বাস্তব পদক্ষেপ নিয়েছে। সমৃদ্ধি অর্জনে রেণুর লক্ষ্যমাত্রা অর্জন ও রাজস্ব বৃদ্ধিতে বলুহর হ্যাচারি অগ্রগামী ভূমিকা রাখছে। এই সম্পদকে টিকিয়ে রাখা জেলাবাসীর কর্তব্য।
বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী শিং, মাগুর, কৈসহ বিভিন্ন প্রজাতির দেশিও মাছের উৎপাদন বৃদ্ধির তাগিদ দিয়ে বলেন, এ বিষয়ে হ্যাচারি কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা করা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর