সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ বলেছেন, আইনের ভেতরে থেকে এই জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করতে চাই। এই লক্ষে পুরো পুলিশ বিভাগ সচেষ্ট থাকবে। এ ক্ষেত্রে কারো গাফলতি বরদাশত করা হবে না। কোন ভুক্তভোগী থানা থেকে প্রতিকার না পেয়ে ফেরত গেলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আমি চাই সাধারণ মানুষ বলুক পুলিশ ভাল কাজ করছে। এই কাজে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। কারণ কাজের ধরণ ভিন্ন হলেও আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য একই।
আজ মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমাদ্রী শেখর ভদ্রের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতিয়ার উদ্দিন চৌধুরী, সাংবাদিক মাহবুবুর রহমান পীর, সেলিম আহমদ তালুকদার, শাহজাহান চৌধুরী, এমরানুল হক চৌধুরী, শাহাবুদ্দিন আহমেদ, জাকির হোসেন, একে কুদরত পাশা, দেওয়ান তসদ্দুক রাজা, আশিকুর রহমান পীর, আমিনুল হক, দিলাল আহমদ, কর্ণবাবু দাস প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম